Posts

Showing posts with the label new born baby gold fish ( গোল্ড ফিশ মাছের বাচ্চা )

গোল্ড ফিশ মাছের বাচ্চার পরিচর্যার পদ্ধতি ( how to care of new born baby gold fish )

গোল্ড ফিশ মাছের বাচ্চা করা যতটা সহজ , মাছের বাচ্চা বাঁচানো টা কিন্তু বেশ কঠিন । আজ আমি গোল্ড ফিশ মাছের বাচ্চা কিভাবে বেশী পরিমানে বাঁচানো যায় সেই সম্বন্ধে আলোকপাত করবো।        আপনারা দেখেছেন যে গোল্ড ফিশ মাছের বাচ্চা যতটা পরিমানে জন্মায় তার বেশ কিছুটা , এমন কি ৯০ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত বাচ্চা মরে যায় । তবে একথা ঠিক যে আপনি যাই করুন না কেন ১০০ শতাংশ বাচ্চা বাঁচানো সম্ভব নয় । তবে সঠিক নিয়ম মেনে চলতে পারলে ৯০ শতাংশ বাচ্চা বাঁচানো সহজেই সম্ভব । এখন দেখে নেওয়া যাক কোন নিয়ম গুলি মেনে চললে গোল্ড ফিশ মাছের বাচ্চা বেশী পরিমানে বাঁচানো যায় । ১) প্রথমেই আলোচনা করবো ব্রূডার মাছ বা ধাড়ি মাছ নিয়ে । বেশীরভাগ মানুষ প্রথমেই যে ভুলটি করে থাকেন তা হল মাছের পেটে ডিম এসেছে বুঝতে পারলেই সেই মাছ দিয়ে ডিম পাড়ানো শুরু করে দেন । কিন্তু এই ভুল করবেন না । মাছের ডিম পাড়াবার আগে ব্রূডার মাছের সঠিক সিলেক্সান করা খুব জরুরী । গোল্ড ফিশ মাছের ক্ষেত্রে মাছের বয়স হতে হবে ১ থেকে ৩ বছরের মধ্যে , এর কম বা বেশী হলে মাছের ডিম ফুটে যে বাচ্চা বের হবে তা দুর্বল প্রকৃতির হবে । এই ধরনের বাচ্চার মারা যাবার সম্ভাবনাও