Posts

Showing posts with the label অ্যাকুরিয়ামের যত্ন

অ্যাকুরিয়ামের জল কিভাবে পরিস্কার রাখা যায় ?

 যত জন মানুষ অ্যাকুরিয়ামে মাছ পোষেন তাদের সকলকেই এই অসুবিধার মুখে পড়তে হয় যে , অ্যাকুরিয়ামের জল খুব তাড়াতাড়ি ঘোলা হয়ে যাচ্ছে বা গন্ধ হয়ে যাচ্ছে। অ্যাকুরিয়ামের জল ঘোলা বা গন্ধ হয়ে গেলে অ্যাকুরিয়ামটি দেখতেও খারাপ লাগে আবার জল না পাল্টালে মাছও মারা যায় । যত জন অ্যাকুরিয়াম রেখেছেন তাদের প্রায় সকলকেই কোন না কোন সময় অ্যাকুরিয়ামের জলের সমস্যার মুখে পড়তে হয় । দেখে নেওয়া যাক কি কি কারনে অ্যাকুরিয়ামের জল ঘোলা হয়ে যায় বা গন্ধ হয়ে যায় । ১)যদি আপনার অ্যাকুরিয়ামের ফিল্টার ঠিকমত কাজ না করে  ( জেনে রাখুন একটি ফিল্টার চালু অবস্থায় কাজ শুরু করতে অন্তত ৪০ থেকে ৪৫ দিন সময় লাগে । এই সময়ের মধ্যে ফিল্টার টি অ্যাকুরিয়ামের বাইরে বের করা বা ধোয়া যাবেনা ।  ২) যদি অ্যাকুরিয়ামের অনুপাতে মাছ বেশি থাকে । ৩) অ্যাকুরিয়ামে যদি খাবার দেওয়া বেশি হয়ে যায় । ৪) অ্যাকুরিয়ামে মাছের তুলনায় যদি কম ক্ষমতা সম্পন্ন ফিল্টার লাগান হয়ে থাকে । ৫) অ্যাকুরিয়ামে যদি অক্সিজেনের মাত্রা কম থাকে ।  ৬) অ্যাকুরিয়ামের অনুপাতে যদি বড় সাইজের মাছ রাখা হয় । ৭)অ্যাকুরিয়ামে যদি ঠিকমত আলো জ্বালানো না হয় ।

ফিল্টার ম্যাচুরেসান ( filter maturation )

যারা অ্যাকুরিয়ামে মাছ পোষেন বা যারা নতুন মাছ পোষার সখ শুরু করতে চলেছেন , তাদের কাছে এই অধ্যায় সব থেকে   গুরুত্বপূর্ন । কারন এই অধ্যায় সঠিক ভাবে না করা হলে জল ঘোলা হবার এবং হটাত করে মাছ মারা যাবার সম্ভাবনা অনেকটাই বেশি থেকে যায় । প্রথমে জানা যাক , ফিল্টার করা বলতে কি বোঝা যায়। ফিল্টার করার অর্থ হল পরিস্কার । অ্যাকুরিয়ামে আপনি যে ধরনের ফিল্টার দেখে থাকেন , সেই ফিল্টার গুলি কে সাধারনত দুই ভাগে ভাগ করা যায় ১ম টি হল বায়োলজিক্যাল ফিল্টার এবং.২য় টি হল কেমিক্যাল ফিল্টার। বায়োলজিক্যাল ফিল্টার ঃ এই ফিল্টার এর ফিল্টার করার পদ্ধতি হল বায়োলজিক্যাল পদ্ধতি। এই পদ্ধতিতে ফিল্টার ভিতর দিয়ে জল ঢোকা এবং বেরোবার মাধ্যমে জল পরিস্কার হয় । এখন জানা যাক কিভাবে এই ফিল্টার জল পরিষ্কার করে । একদিক দিয়ে জল ঢুকল আর অন্য দিক দিয়ে বেরিয়ে গেলেই তো আর জল পরিষ্কার হবে না , পরিস্কার করার জন্য লাগবে একটি মাধ্যম   যে মাধ্যম এর ভিতর দিয়ে জল প্রবাহিত হলে জলের ভিতরকার ময়লা গুলি ওই মাধ্যমের মধ্যে আটকে যায় এবং ঐ মাধ্যমের মধ্যে কিছু উপকারি ব্যাক্টেরিয়ার উপস্থিতিতে আটকে যাওয়া ময়লা গুলির শোধন ঘটে । বাইরে থেকে এই শোধ

অ্যাকুরিয়াম পরিচর্যা কিভাবে করা উচিত ( maintenance ) ?

যারা অ্যাকুরিয়ামে মাছ পোষেন । তাদের মাছ ভালো রাখার জন্য কিছু কাজ নিয়ম মেনে করা উচিত । যে কাজ গুলি না করলে আপনার অ্যাকুরিয়ামের মাছ হটাত করে মারা যেতে পারে বা অ্যাকুরিয়ামের জল ঘোলা হয়ে যেতে পারে । অ্যাকুরিয়ামের জল স্বচ্ছ না থাকলে মাছের রোগ আসে এবং দেখতেও ভালো লাগেনা । ঠিক মত পরিচর্যার অভাবে মাছ মারা গেলে মাছ পোষার সখটাই নষ্ট হয়ে যায় । অ্যাকুরিয়াম ঠিক মত পরিচর্যা করার জন্য নিয়ম গুলি মেনে চললে আপনার অ্যাকুরিয়ামের জল এবং মাছ অনেকটাই ভালো থাকবে । প্রতিদিন যে কাজ গুলি আপনাকে করতে হবেঃ ১ ) প্রথমেই দেখবেন আপনার অ্যাকুরিয়ামের ফিল্টার গুলি ঠিক মতন চলছে কিনা । কারন অ্যাকুরিয়ামের ময়লা টেনে ফিল্টার গুলি আঁটকে যেতে পারে । অনেক সময় ফিল্টারের প্লাগও খুলে যায় বা আলগা হয়েও বন্ধ হয়ে যায় । ২ ) আপনার অ্যাকুরিয়ামের জলের তাপমাত্রা চেক করে দেখবেন তাপমাত্রা সঠিক আছে কিনা । অনেক সময় হিটারের প্লাগ আলগা হয়ে যেতে পারে , অনেক সময় হিটার খারাপ হয়ে থাকতে পারে , অন্য সময়ে যখন হিটার অ্যাকুরিয়ামে চালানো হয় না সেই সময় প্রাকৃতিক কারনেও অনেক সময় জল হটাত করে ঠাণ্ডা হয়ে যেতে পারে । জল হটাত ঠাণ