Posts

Showing posts with the label প্লাটি ( platy )

প্লাটি ( জিপোফোরাস ম্যাকুলেটাস )

              ফ্যামিলি ঃ পোয়েসিলিড ।   রঙ্গিন মাছের জগতে প্লাটি মাছের খুব কদর , কারন এই মাছ সহজে সব অ্যাকুরিয়ামের দোকানে পাওয়া যায় , এই মাছ নানান রঙের পাওয়া যায় , খুব উজ্জল রঙের হয় , এবং এই মাছের সহনশীলতা । এই সব কারনে এই মাছের চাহিদা খুব । যারা নতুন মাছ পোষা শুরু করবেন তাদের জন্য এই মাছ আদর্শ । প্লাটি মাছের প্রাপ্তি স্থান কোথায় ( origins ) ?   এই মাছের আদিম প্রজাতি সাধারনত   মেক্সিকো এবং গুয়াতেমালা , হন্ডুরাস , বেলিজ প্রভৃতি দেশের দক্ষিন অংশে দেখতে পাওয়া যায় । প্লাটি মাছ কত বড় হয় ( size ) ? এই মাছ অ্যাকুরিয়ামে সাধারনত   ২ থেকে ২ . ৫ ইঞ্চি পর্যন্ত বড় হয় । তবে উপযুক্ত পরিবেশ এবং পরিচর্যা পেলে এই মাছ এর কয়েকটি প্রজাতি ৩ ইঞ্চি পর্যন্ত বড় হতে দেখেছি । প্লাটি মাছ কত দিন বাঁচে ( life span ) ? এই মাছ সাধারনত ১ . ৫ থেকে ২ বৎসর পর্যন্ত বাঁচে । তবে খুব ভাল ভাবে রাখলে ৩ বৎসর পর্যন্ত বাঁচে । প্লাটি মাছ কত ধরনের পাওয়া যায় ( species ) ? এই মাছ অনেক রঙের অনেক জাতের পাওয়া যায় । এছাড়াও এই জাতের মাছেদের মধ্যে এক জাতের সঙ্গে অন্য জাতের বা রঙের মিলন ঘটিয়ে বিভ