Posts

Showing posts with the label গাপ্পি মাছের সাত সতেরো ( all about guppy )

গাপ্পি মাছ ( guppy fish )

ফ্যামিলি ঃ পোয়েসিলিড রঙ্গিন মাছের জগতে গাপ্পি মাছের কদর চিরকালের । এই মাছের মতো নানা রকমের রঙ এবং নানা ধরনের নক্সা আর কোন জাতের মাছের মধ্যে দেখতে পাওয়া যায় না । যে কোন একটি অ্যাকুরিয়াম শুধু গাপ্পি মাছ দিয়েই   সাজিয়ে রাখা যায় । এই মাছ খুব বড় হয় না , সেই কারনে এই মাছ ছোট জায়গায় পোষা যায় । এই মাছের প্রজাপতির মত নক্সা কাটা রঙ্গিন   লেজ যে কোন মানুষ কে মুগ্ধ করবে । গাপ্পি মাছের প্রাপ্তি স্থান ( origins ) ? বর্তমানে আমরা যে গাপ্পি মাছ দেখতে পাই সেই মাছ গুলি ওয়াইল্ড অর্থাৎ বুনো গাপ্পি থেকে সঙ্কর পদ্ধতিতে তৈরি করা হয়েছে । এছাড়া যে কোন দুটি জাতের গাপ্পি মাছের মধ্যে মিলন ঘটিয়ে আরও নতুন নতুন রঙ এবং নক্সা তৈরি করা হয়েছে । বুনো গাপ্পি বা ওয়াইল্ড গাপ্পির আদি বাসস্থান হল সাউথ আমেরিকা, ত্রিনিদাদ , বার্বাডোজ , ভেনিজুয়েলার কিছু অংশে এই মাছ দেখতে পাওয়া যায় । গাপ্পি মাছ কত বড় হয় ( size ) ? প্রকৃতি তে যে ওয়াইল্ড গাপ্পি বা বুনো গাপ্পি পাওয়া যায় সেই গাপ্পি মাছের ছেলে মাছের সাইজ হয় লম্বায় ১ . ২ ইঞ্চি । আর মেয়ে মাছের সাইজ হয় লম্বায় ২ ইঞ্চি পর্যন্ত । তবে বর্তমানে যে সমস্ত হাই ব্রি