Posts

Showing posts with the label অক্সিজেন ছাড়া মাছ ( without oxigen fish

অক্সিজেন ছাড়া কি কি মাছ বাঁচে ( fish without oxigen )

Image
পৃথিবীতে অক্সেজেন ছাড়া কোন প্রানীই বেঁচে থাকতে পারে না , মাছ ও এর অন্যথা নয় । মাছেরও বেঁচে থাকতে তার প্রয়োজনীয় অক্সিজেনের দরকার হয় । অনেকেই জিজ্ঞাসা করেন অক্সিজেন ছাড়া কি কি মাছ থাকে? অনেকে তার উত্তরও দেয়  । কিন্তু এটা একেবারেই ঠিক কথা নয় যে অক্সিজেন ছাড়া মাছ বেঁচে থাকতে পারে । আসুন আসল ব্যাপারটা কি তা জেনে নেওয়া যাক ।                মাছেরা অক্সিজেন দুই ভাবে নিয়ে থাকে । প্রথমত মাছ তার নিজের ফুল্কোর ( gills ) সাহায্যে জলের ভিতর থেকে জলের দ্রবীভূত অক্সিজেন নিয়ে বেঁচে থাকে , এবং দ্বিতীয়ত জলের উপরের বাতাস থেকে সরাসরি অক্সিজেন নিয়ে থাকে ।                    বেশীরভাগ মাছ জল থেকেই নিজেদের প্রয়োজনীয় অক্সিজেন নেয় এবং খুব প্রয়োজন হলে জলের উপর থেকে সরাসরি বাতাস থেকে অক্সিজেন নিয়ে ঘাটতি মিটিয়ে নেয় । একথা অবশ্যই মনে রাখবেন যে মাছ জলের দ্রবীভূত অক্সিজেন নেয় সেই মাছ জলের বাইরে থেকে অক্সিজেন নিতে পারলেও তার পরিমান খুব সামান্য । এই ধরনের মাছের বেঁচে থাকতে হলে জলের দ্রবীভূত অক্সিজেন অবশ্যই দরকার । যে সমস্ত মাছেরা জলের ভিতর থেকে অক্সিজেন নিয়ে থাকে সেই মাছ গুলিকে দুই ভাগে ভাগ করা যায়  , প্রথম