Posts

Showing posts with the label সিভোরাম (severum )

সিভোরাম ( severum )

Image
বৈজ্ঞানিক নাম ( scientific name ) ঃ হেরাস সেভেরাস  সেভোরাম মাছের প্রাপ্তিস্থান ( origins) ঃ                                                                            সাউথ আমেরিকার উত্তর ভাগে এবং আমাজন নদীর কিছু কিছু অংশে এই মাছ দেখতে পাওয়া যায় ।   সিভোরাম মাছ কত বাঁচে (   life span ) ?      সিভোরাম মাছ সাধারনত ছয় থেকে আট বৎসর পর্যন্ত বেঁচে থাকে , তবে ভালো ভাবে রাখলে অর্থাৎ এই মাছের উপযুক্ত পরিমান জায়গা এবং ভালো ফিল্টারেসান ব্যাবহার করলে , এই মাছকে আমি ১২ বৎসর পর্যন্ত বেঁচে থাকতে দেখেছি ।  সেভোরাম মাছ কত ধরনের হয় ? সেভোরাম মাছ কত রকমের দেখতে পাওয়া যায় ? ( variety ) ঃ   সবুজ এবং সাদা এই দুই ধরনের সিভোরাম মাছ দেখতে পাওয়া যায় , প্রকৃতি তে এই মাছ সবুজ রঙের পাওয়া যায় । এই জাত থেকেই পরবর্ত্তি কালে সাদা রঙের সিভোরাম তৈরি করা হয়েছে , তবে সবুজ সিভোরামের থেকে সাদা সিভোরাম দেখতে বেশী ভালো , এই মাছ প্রাপ্ত বয়স্ক হলে  সাদা রঙের গায়ের উপর লাল রঙের নক্সা দেখতে খুব ভালো লাগে । সেভোরাম মাছ কত বড় হয় ( size )ঃ   গোল আকৃতির এই মাছটি লম্বায় ২০ সে মি ( ৮ ইঞ্চি ) পর্যন্ত হয়ে থাকে । সে