Posts

Showing posts with the label ( aquarium fish maintain at summer )

গরম কালে অ্যাকুরিয়ামের মাছের যত্ন কিভাবে করবেন ( how to maintain aquarium fish at summer season )

 প্রচন্ড গরমে আমরা যেমন কষ্ট পাই তেমনি সমস্ত জীব কূল ও গরমে অতিরিক্ত তাপমাত্রায় কষ্ট পায় , আর  আমাদের ঘরের মধ্যে  অ্যাকুরিয়ামের  থাকা মাছ গুলিও এর বাইরে নয় ।                     আমরা জানি যে অ্যাকুরিয়ামের মাছ গুলি একটি নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত ভালো থাকতে পারে , তার বেশি তাপমাত্রা হয়ে গেলে মাছ অসুস্থ হয়ে পরবে এবং মারাও যেতে পারে । বিভিন্ন জাতের মাছ বিভিন্ন তাপমাত্রা পর্যন্ত সহ্য করতে পারে , যে মাছ যেমন তাপমাত্রা সহ্য করতে পারে সেই জাতের মাছকে সেই তাপমাত্রার জলে রাখাই বুদ্ধিমানের কাজ । গরম কালে যখন অ্যাকুরিয়ামের জলের তাপমাত্রা স্বাভাবিক ভাবেই অনেক বেশি হয়ে যায় তখন কিছু সহজ পদ্ধতি অবলম্বন করলে আপনি আপনার মাছ কে ভালো ভাবে অ্যাকুরিয়ামের মধ্যে বাঁচিয়ে রাখতে পারবেন ।  ১) যাদের ঘরে  এ সি মেসিন চলে , সেই ঘরে অ্যাকুরিয়াম থাকলে জলের তাপমাত্রা হয়তো বাড়বে না কিন্তু যখন  এ সি মেসিন বন্ধ থাকবে তখন কিন্তু জলের তাপমাত্রা বাড়তে থাকবে , তাই জলের তাপমাত্রা বাড়া কমার ব্যাপারে সতর্ক থাকবেন । ২) অ্যাকুরিয়ামের উপরের কভার অর্থাৎ ঢাকনা খুলে রেখে  ঘরে ফ্যান চালিয়ে রাখুন , এতে অ্যাকুরিয়ামের জলের