Posts

Showing posts with the label daphnia ( ডাফনিয়া )

ডাফনিয়া (daphnia )

 যারা অ্যাকুরিয়ামের মাছ এর ডিম ফোটাতে চান বা যারা  অ্যাকুরিয়ামের মাছেরদের জ্যন্ত খাবার দিতে চান তাদের জন্য ডাফনিয়া খুব ভালো খাবার । খাদ্য হিসাবে ডাফনিয়া একটি উচ্চমানের  খাবার । এই খাবার খুব সহজেই বাড়িতে তৈরি করা যায় । এই খাবার খুব ভালো প্রোটিন যুক্ত এবং সহজেই মাছের বাচ্চা বা বড় মাছ খেয়ে হজম করে নিতে পারে । অ্যাকুরিয়ামের মাছের পায়খানা কষে গেলে ( constipation ) হলে এই ডাফনিয়া খাওয়ালে খুব সহজেই কোষ্ঠকাঠিন্য ( constipation ) দূর হয় । এখন দেখে নেওয়া যাক কিভাবে এই ডাফনিয়া সহজেই এবং কম খরচে বাড়িতে তৈরি করে নেওয়া যায় ।  ডাফনিয়া তৈরি করতে হলে কম পক্ষে ৩০ লিটার জল ধরে এমন একটি মাটির বা কাঁচের পাত্র বা সিমেন্টের চৌবাচ্চা লাগবে , এবং জলের উচ্চতা থাকতে হবে অন্তত ১২ থেকে ১৪ সেন্টিমিটার । ওই পাত্রে জল ভরে ইনফিউজোরিয়া তৈরি করার মতন জিসগুলি অর্থাৎ মিল্ক পাউডার , কলার খোসা , কিছু শাক সব্জি , খড় এবং পুকুরের জল দিতে হবে , তবে পরিমান ইনফিউজোরিয়া তৈরি করতে যতটা লাগে তার থেকে অনেক কম দিতে হবে । সব কিছু মিলিয়ে পরিমান হবে প্রতি  ২লিটার পিছু মাত্র ১ গ্রাম ।  পুকুরের জলের পরিমান দিতে  হবে ২ লিটার প্রতি ২ ম